উত্তরঃ আমরা সর্বদা খুব কচি এবং ছোট প্রিমিয়াম সাইজ শিমুল মূল দিয়ে থাকি আনুমানিক কেজিতে ৩৫-৪০ পিচ হয়ে থাকে।
কাঁচা শিমুল মূল খাওয়ার নিয়ম কি?
উত্তরঃ সকালে এবং রাতে ১ টি করে শিমুল মূলের উপরের আবরণ পরিষ্কার করে ভিতরের সাদা অংশ খাবেন।
কাঁচা শিমুল মূল খেতে কেমন?
উত্তরঃ শিমুল মূলের বাজে কোন স্বাদ নেই খেতে পানি পানি তাই সকলেই খেতে পারে।
শিমুল মূল ফ্রিজ ব্যাতিত কতদিন পর্যন্ত ভালো থাকে?
উত্তরঃ শিমুল মূল না ধুয়ে কোনো পলিতে করে ঘরের মধ্যে রেখে দিবেন, তাহলে ২ মাসের অধিক সময় ভালো থাকবে। শিমুল মূল নষ্ট হয়না যদি বেশিদিন হয়ে যাই লক্ষ্য করবেন প্যাকেট এর মধ্যে মূল গুলোতে নতুন পাতা গজিয়েছে তবুও শিমুল মূল নষ্ট হয়না।